রিইউনিয়ান
উৎসব দত্ত
উৎসব দত্ত
ঋতু, কিঞ্জল আর শান্তনু। এই তিনটে নাম
আলাদা করে কোনোদিন উচ্চারণ করা যায় না । কারণ এরা একে অন্যকে ছেড়ে কেউ কোনোদিন
থাকতেই পারত না। কিন্তু কলেজ শেষে সব ছাড়াছাড়ি।
আজ ৪ ফেব্রুয়ারি তিনজনের দেখা হবে। ঠিক এক বছর আগে এই দিনটায় ওদের শেষ দেখা
হয়েছিল। মাঝখানে ঋতু আর দুই ধারে কিঞ্জল শান্তনু পার্কে সিনেমা হলে কতো সময়
কাটিয়েছে। কলেজে সেই নিয়ে পাবলিকের কতো টিটকিরি। কিন্তু ঋতুর কাছে সবাই জুজু। চোখে
চোখ রেখে কেউ কথা বলতে পারত না ওর সাথে, এতটাই ব্যক্তিত্বময়ী ও।
গোল বাঁধল থার্ড ইয়ার শেষে। শান্তনু আর কিঞ্জলের মধ্যে ইগো প্রবলেম ঋতুকে নিয়ে
। যা হয়। শান্তনু ঋতুকে ভালবেসেছিল। কিঞ্জলও পাগলের মতো ভালোবাসত ঋতুকে। অথচ কেউ
কাউকে জানায়নি।
আজ এক বছর পর তিনজনের আবার দেখা হবে ঋতুর সমাধিতে। কিঞ্জল আর শান্তনু গোলাপ
নিয়ে এসেছে। ঋতু ওর সুইসাইড নোটে লিখেছিল 'কাউকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে চাই না।'
দারুণ অনুগল্প ।
উত্তরমুছুন