দেবাশীষ সেন
পরবাসে আমি
ভালোবাসাও পর,
দূরে দূরে থাকি
হয়তো স্বার্থপর।
ভাবনায় তুমি
সিক্ত অশ্রুজলে,
বিলাচ্ছো হাসি
অজানা কৌশলে।
আমার দীর্ঘশ্বাস
নীরব অভিমানে,
তোমার পরবাস
মনের উজানে।।
ভালোবাসাও পর,
দূরে দূরে থাকি
হয়তো স্বার্থপর।
ভাবনায় তুমি
সিক্ত অশ্রুজলে,
বিলাচ্ছো হাসি
অজানা কৌশলে।
আমার দীর্ঘশ্বাস
নীরব অভিমানে,
তোমার পরবাস
মনের উজানে।।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন