কবিতা - অনু সঞ্জনা সোম ঘোষ

আমার শহরে একরাত
অনু সঞ্জনা সোম ঘোষ


অজস্র ক্লান্তি ভেঙে
বেহাগের সুরে রাত নেমে এলে
কোথা থেকে হঠাৎ জড়ো হল
ছেলেবেলার সেই সব
মিছিলের গল্প
এখন মধ্য রাত
দাদা লিখছে
আলোর ফিরে আসা
ওদিকে সমস্ত পথ
নিখোঁজ হচ্ছে অরণ্যের খোঁজে
নিয়ম না মেনেই
গান হয়ে উঠেছে মহানন্দা
আমার শহরে
আমি চাঁদ জানালায় মুখ লুকিয়ে
জোনাকির অপেক্ষায়
অনির্বাণ...


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন