জানিয়ে দিলে
দর্শনা বোস
শুধু তোমাকে একবার ছোঁব বলে
ভোরের আলোয় শিশির মেখেছি গায়ে।
অচলায়তন পাথর থেকে শ্যাওলা মুছেছি কত।
ভুলে যাওয়া প্রিয় পঙক্তির ঘাড় ধরে বলেছি
স্মৃতির ঘরেতে আয়।
রক্ত গঙ্গায় ডুকরে ভেসেছি
শুধু তোমারি সে সন্তান বুকে ধরে।
সেই তুমি জানিয়ে দিলে
দিন ও রাতের স্বপ্ন উজানে
আগুনেই ছিল বাস,
আগুনে ধুয়েছি গা।
তাই আগুনেই সহবাস।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন