অ -সুখ
অজেয় বিক্রম শিবু
অফিস ছুটির আগেই বেরুলাম
শহরময় জ্যাম।
বাস রিকশা সিএনজি যত্তোসব গাড়ি
রাস্তা জুড়ে দাঁড়িয়ে সারি সারি,
শহরময় জ্যাম।
বাস রিকশা সিএনজি যত্তোসব গাড়ি
রাস্তা জুড়ে দাঁড়িয়ে সারি সারি,
হেঁটেই যে আজ করবো জয়
পৌঁছুবো মন বাড়ি।
পৌঁছুবো মন বাড়ি।
মনের যে দাম অনেক
পেয়েছি প্রমাণ হরেক।
সেই পাঞ্জাবিটা, মনে আছে ? সেটাই পরেছি আজ...
ঘাম লেগে আছে ভাঁজে ভাঁজ...
তোমায় মনে করে কিনেছি যে মালা গোটা দশ --
বেলি-সুবাস ঘিরে সময় অবশ ।
আলতো হাতে তাদের রাখি পাঞ্জাবির পকেটে--
সিক্ত সে দাগ ছুঁয়ে সময় অনেক গেল কেটে।
আরেকটু পথ বাকি, তাকিও না বেশি ডান বাম।
সেই পাঞ্জাবিটা, মনে আছে?
এখনও ভাঁজে ভাঁজ, লেগে আছে শরীরের ঘাম ।
পেয়েছি প্রমাণ হরেক।
সেই পাঞ্জাবিটা, মনে আছে ? সেটাই পরেছি আজ...
ঘাম লেগে আছে ভাঁজে ভাঁজ...
তোমায় মনে করে কিনেছি যে মালা গোটা দশ --
বেলি-সুবাস ঘিরে সময় অবশ ।
আলতো হাতে তাদের রাখি পাঞ্জাবির পকেটে--
সিক্ত সে দাগ ছুঁয়ে সময় অনেক গেল কেটে।
আরেকটু পথ বাকি, তাকিও না বেশি ডান বাম।
সেই পাঞ্জাবিটা, মনে আছে?
এখনও ভাঁজে ভাঁজ, লেগে আছে শরীরের ঘাম ।
তুমি গভীরতর সুখের ভেতর মৃদু হেসে তাকালে
এই যে ক্লান্ত চোখে কোথায় চললে ?
কেন, কোথায় আর ? তোমার খোঁজে।
এই তো আমি, সেই তো। মন কি সব বোঝে ? চলো,
কোথায় যাবো ?
আজ তোমাকে অনেক ভাবে দেখতে ইচ্ছে করছে
আজ তোমাকে অনেক নামে ডাকতে ইছে করছে
শুধু দেখবো আর ডাকবো, ডাকবো আর দেখবো
আজ তোমাকে শরীর দিয়ে শরীর জুড়ে মাখবো
আর তোমাকে মন জুড়িয়ে মনের ভেতর রাখবো।
এই যে ক্লান্ত চোখে কোথায় চললে ?
কেন, কোথায় আর ? তোমার খোঁজে।
এই তো আমি, সেই তো। মন কি সব বোঝে ? চলো,
কোথায় যাবো ?
আজ তোমাকে অনেক ভাবে দেখতে ইচ্ছে করছে
আজ তোমাকে অনেক নামে ডাকতে ইছে করছে
শুধু দেখবো আর ডাকবো, ডাকবো আর দেখবো
আজ তোমাকে শরীর দিয়ে শরীর জুড়ে মাখবো
আর তোমাকে মন জুড়িয়ে মনের ভেতর রাখবো।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন