মৃন্ময়ী
সৌভনিক বুবাই চক্রবর্তী
চারিদিকে মন খারাপের গন্ধ ভাসে
হাওয়ায় ভাসে বিসমিল্লার করুণ সুর।
নামতে নামতে বিকেল কেমন হারিয়ে গেল
আবছা হল মন খারাপের রোদ্দুর।।
বিকেল থেকেই তাকিয়ে আছি জানলা খোলা
এখন তখন কখন আমার ডাকবে ওই ?
চোখের সামনে দেখতে দেখতে হারিয়ে গেল
পেছন দিকে তাকিয়ে আমায় ডাকল ও কই ?
আসতে আসতে মুখ ঢেকে যায় অন্ধকার
সর্বজনীন অপেক্ষা গায় বিরহ গান।
একলা খাটে জড়িয়ে ধরি কোলবালিশ
রদ্দি দরে বিকোয় আমার অভিমান।
তবুও ভাবি যাওয়ার বেলায় ডাকবে ঠিক।
আশায় আশায় মনের ভেতর বাজায় সুর
হঠাৎ হঠাৎ চোখের কোনায় নোনতা জল
মৃন্ময়ী আজ হঠাৎ করেই অনেক দূর।
চারিদিকে মন খারাপের গন্ধ ভাসে
হাওয়ায় ভাসে বিসমিল্লার করুণ সুর।
নামতে নামতে বিকেল কেমন হারিয়ে গেল
আবছা হল মন খারাপের রোদ্দুর।।
বিকেল থেকেই তাকিয়ে আছি জানলা খোলা
এখন তখন কখন আমার ডাকবে ওই ?
চোখের সামনে দেখতে দেখতে হারিয়ে গেল
পেছন দিকে তাকিয়ে আমায় ডাকল ও কই ?
আসতে আসতে মুখ ঢেকে যায় অন্ধকার
সর্বজনীন অপেক্ষা গায় বিরহ গান।
একলা খাটে জড়িয়ে ধরি কোলবালিশ
রদ্দি দরে বিকোয় আমার অভিমান।
তবুও ভাবি যাওয়ার বেলায় ডাকবে ঠিক।
আশায় আশায় মনের ভেতর বাজায় সুর
হঠাৎ হঠাৎ চোখের কোনায় নোনতা জল
মৃন্ময়ী আজ হঠাৎ করেই অনেক দূর।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন