সম্পাদকীয় - জুলাই ২০১৫



সম্পাদকীয়

কেন মেঘ আসে হৃদয় আকাশে... হ্যাঁ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ ছেয়েছে সজল মেঘে, বৃষ্টি হচ্ছে, চাষ হচ্ছে, আবাদ। আমার ওই গানের লাইন মনে এল কেন হঠাৎ? চিলেকোঠা ওয়েবজিনের আকাশেও মাঝে মাঝে মেঘ আসে, ঘন কালো মেঘ, মন ভার হয়ে আসে তার। প্রকাশ্যে আসতে তার বেলা কখন যেন বয়ে যায়। বেলা যে বয়ে এল, জলকে চল – বলে তাকে হুঁশে ফিরিয়ে আনতে হয়। হুঁশে ফিরলেই আবার সে ফলন্ত। কবিতায়, গল্পে, গদ্যে সে তখন সেজে উঠেছে। তাকে আড়ে আড়ে দেখবেন না, কষ্ট পাবে ও। দেখুন পূর্ণ দৃষ্টিতে। সুন্দর যা কিছু, তা আরও সুন্দর হয়ে ওঠে প্রকৃত দর্শনে। আর দর্শন শব্দের অর্থ তো দেখায় সীমাবদ্ধ থাকে না, তা বিস্তার লাভ করে পাঠে, মননে, অনুভবে, প্রজ্ঞায়।

সূচিতে চোখ রাখার আগে একবার চোখ রাখুন ‘কিছুকথা’য়...   

কিছুকথা  

কথা সামান্যই। কিছু প্রশাসনিক ও যান্ত্রিক সমস্যার জন্য আমাদের এবারের ওয়েবজিন বের হতে দেরি তো হলই, সঙ্গে লেজুড়ের মতো জুড়ে থাকল লেখা চাওয়া হয়েছিল, পাঠানোও হয়েছিল অথচ প্রকাশ হল না জাতীয় দ্বন্দ-সমাস। এক মাস হাতে পেলে এইসব দ্বিধা দ্বন্দ দূরে ফেলে আমরা নতুন দিগন্তের খোঁজে হব নিরুদ্দেশ, কথা দিচ্ছি, আপনারাও সঙ্গী হবেন তো? 

গল্প - দেবাশিস ঘোষ




ইশারায়
দেবাশিস ঘোষ
সমীর প্রত্যাখ্যাত হয়নি মোটেও । তবু ফিরে আসতে হল তাকে । তন্দ্রা আপত্তি তো  করেনি বটেই , দৃশ্যত বরং সম্মতিই জানিয়েছিল । অতটা ভাবতেই পারেনি সমীর , আশা করা তো দূরের কথা । হবে নাই বা কেন , অনেকেরই আগ্রহ তাকে নিয়ে । উজ্জ্বলতায় তারা কেউ কম নয় সমীরের থেকে । অন্যদিকে নিজে সে লাজুক প্রকৃতির , ভিড় ঠেলে এগিয়ে গিয়ে সামনে দাঁড়াবার শক্তি বা সাহস কোনোটাই তার ছিল না । তাছাড়া ইউনিভার্সিটিতে তন্দ্রার সিনিয়র ছিল সে । সহপাঠীদের ভিড়ের মধ্যেই সারাদিন আটকা পড়ে থাকত যে , তার দিকে সে এগোবে কেমন করে ? খুব কাছে গিয়ে কথা বলবার সুযোগ একমাত্র লাইব্রেরিতে । কিন্তু লাইব্রেরিতেই বা আর নিভৃতি কোথায় ! সেখানেও ভিড় । সে ভিড় মনোযোগী পাঠকের , সেখানে নৈকট্যের সূচনা করার সামান্যতম প্রয়াসও অত্যন্ত দৃষ্টিকটু । বইপত্র আশ্রয় করে যেটুকু কথা বলার সম্ভাব্য সুযোগ , তা বড় সামান্য সময়ের ।       নইলে শুধু দূরের থেকে দেখা । প্রস্তাব যেদিন জানাল সেদিন সে একলা ছিল । কপালে না থাকলে এমনটা হয় না । ইউনিভার্সিটি থেকে ফেরার পথে দেখা হয়ে গিয়েছিল হঠাৎ । ইউনিভার্সিটির পাট তারও চুকে গেছে সমীরের মতন । তবু হয়তো দরকার পডেছিল কোনো , যেমন হঠাৎ সমীরের পড়েছে ।
                           
সেদিন গ্রীষ্মের ভরদুপুরের খরতাপে কেমন করে যেন হঠাৎ সাহস জেগে উঠেছিল সমীরের । হয়তো কারণ ছিল তার , যে কারণে আপাত প্রতিকূলতার মাঝে অনুকূল এক আবহাওয়া দেখা দিয়েছিল । দেখা হওয়া মাত্র হাসির সাথে সাথে যেভাবে চোখমুখ উদ্ভাসিত হয়ে উঠল তন্দ্রার , তা বানান করে পড়লে অভ্যর্থনার নীরব উচ্চারণ শোনা যায় । বিনা রিহার্সালেই সমীর তখন জিজ্ঞেস করতে পারল , চললে কোথায় ? বাড়ি ? নাকি কোনো দরকারি কাজে ? 
  -- দরকারি কাজের ডাক পাইনি এখনো । অগত্যা তাই বাড়ির দিকেই । তুমি? 
  -- তথৈবচ । কিন্তু আমার কোনো আফসোস নেই তার জন্য । এমন আড্ডা মেরে সময় কাটানোর সুযোগ পরে আর কখনো পাওয়া যাবে কিনা সন্দেহ আছে । তাই আফসোস করে সময়টা নষ্ট করতে সায় পাই না মনের । তোমায় কি এখনই ফিরতে হবে বাড়িতে ? 
  -- না , না , মোটেই না । এমন আশা জাগানো কথা শোনার পর আর কখনো হতাশায় ছটফট করার জন্য বাড়ি যাওয়ার কথা ভাবি কক্ষনো না । তা , তোমার আড্ডা দেওয়ার পরিকল্পনা এখন কোথায় ? অন্য কারো সাথে  
  -- একদম নয় । যাকে পাব তার সাথেই ।
  -- ওহ্ , ফাইন , তাহলে আমাকে তো পেলেই ।
  -- অবশ্যই , এর চেয়ে ভালো আর কী হতে পারে ? 
  -- ওহ্ , তাই!  আমি ভাবতেও পারিনি এত বড় একটা কমপ্লিমেন্ট পাব তোমার কাছ থেকে ।        
    -- থ্যাংকস , চলো কোথায় যাবে ?
                               
সমীর তখন অনুকূল আবহাওয়ায় প্রাণপূর্ণ । বলল , আগে তো চলা শুরু হোক , তারপর না হয় ভাবা যাবে গন্তব্যের কথা । যেতে যেতে সমীরের মনে হল মাত্র ক’হাত দূরেই তো কফি হাউস , আড্ডা মারার পক্ষে সেটাই তো প্রকৃষ্ট জায়গা। সে কথা কি অজানা থাকতে পারে তন্দ্রার । তবু কেন গন্তব্যের কথা জানতে চাইল সে । সে কি তবে চাইছে না কফি হাউসের ওই ভিড়-কোলাহলের মধ্যে তাদের আড্ডার উদযাপন হারিয়ে যাক । সে কি তবে তেমনই নিভৃতি চাইছে যার জন্য তার নিজের আকাঙ্ক্ষা প্রবল ! 
                                 
হাটতে হাটতে হঠাৎ তার মনে হল এই মহার্ঘ সময় মৌনতায় নষ্ট করবার নয় । ঠিক তখনই এক প্রগলভ সমীর ফিরে এল তার মধ্যে । সে বলল , জানো তন্দ্রা , অনেক দিন ধরে একটা কথা তোমায় বলবার কথা ভাবছি , কিন্তু কোনোদিন সুযোগ পেলাম না । তন্দ্রা ঘাড় ঘুরিয়ে একবার মুখের দিকে তাকাল । সমীর বলল , আজ এইভাবে হঠাৎ দেখা না হয়ে গেলে কোনোদিনও  সে কথা বলা হত কিনা কে জানে । তন্দ্রা আর একবার মুখ ঘুরিয়ে তাকাল । সমীরও তাকাল । তন্দ্রার ভ্রূ কি একটু কোঁচকানো ? চোখে কি সন্দেহ ? নাকি নিজের অনুমান অব্যর্থ বুঝতে পেরে কৌতুক  প্রকাশ করেছে সন্দেহের ভঙ্গিতে ? । না , তা তো নয় , দৃষ্টি যেন কেমন মেদুর হয়ে আসছে মেঘে ঢাকা আকাশের মতন ! যেন বলছে , সে কথা শোনার জন্য আমিও তো  কান পেতে আছি কবে থেকে , তবে আর দেরি কেন ? । সমীরের মনে হল দ্বিতীয় অনুমানটাই বোধহয় সত্য । তাই সে বলল , বলব বলব , আছি তো আমরা কিছুক্ষণ ! 
                                  
এগিয়ে গেল অনেক দূর , নিভৃতির খোঁজে । পাওয়া গেল শেষে তেমন একটা জায়গা , ভর দুপুরেও যেখানে ভিড় হয় না । সমীর এগিয়ে গেল কেবিনের দিকে । তন্দ্রা আপত্তি করল না । সেও গেল পিছু পিছু । প্রায় ঘেমে নেয়ে ওঠা শরীরটা ফ্যানের হাওয়া পাওয়া মাত্রই আরামে মুখ থেকে বেরিয়ে এল , " আহ্ " । আরামে তন্দ্রারও প্রায় একই রকম প্রতিক্রিয়া , কিন্তু কোনো রকম উচ্চারণে তা প্রকাশ পেল না । তন্দ্রা বলল , এবার বলো কী বলতে চেয়েছিলে । সমীর বলল , বলব বলব , কোন ব্যস্ততা নেই । আগে বল , কী খাবে । তন্দ্রা বলল , শুধু চা , এই গরমে আবার কিছু খেতে আছে নাকি ? 
--
গরমের কথা যদি বল, তাহলে কিন্তু চা-ও চলে না ।
তন্দ্রা চোখ তুলে তাকাল সমীরের চোখের দিকে । ঐ ভাবেই থাকল কিছুক্ষণ দৃষ্টি দুজনের আলিঙ্গনাবদ্ধ হয়ে । ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর কৌতুক খেলে গেল তন্দ্রার চোখে । সে বলল, অনেকক্ষণ থাকতে হলে কেবল চা-ই খেতে হয় বারবার সেটা আজও বুঝতে পারনি সমীরদা কোনো খাবার অতক্ষণ সময় ধরে খাওয়া যায় না ।
--
তা জানি , কিন্তু খাবার অর্ডার দেওয়ার যে আর একটা লাভ আছে , সেটা তুমি জান না । 
--
জানি না হয়তো , কিন্তু অনুমান করতে পারি , ঠিক যেমন অনুমান করতে পারি তুমি কী বলবে , মানে কোন কথা বলবার জন্য সময় নিচ্ছ ।
--
কী কথা বলো তো ? দেখি তোমার অনুমান কতটা ঠিক হয় ।
--
অনুমান করা মোটেই কঠিন নয় , সমীরদা । অনেক আগেই তুমি যে তা বলে দিয়েছ , তুমি তা জান না । আমার শুধু একটাই সন্দেহ ছিল যে ঠিক শুনেছি কিনা । তো আজ যখন তুমি এত আয়োজন করছ সে কথা বলবার জন্য , তখন আর বুঝতে বাকি থাকে নাকি যে কথাটা আমি ঠিকই শুনেছিলাম ।
                          
সমীর আবার জিজ্ঞেস করল , বেশ তো , শুনিই না কী অনুমান করলে ? । ঠিক সেই সময়ই বেয়ারা এসে হাজির হল মেনু কার্ড নিয়ে , তন্দ্রা উত্তর দেওয়ার আগেই । সমীর কার্ডটা এগিয়ে দিল তন্দ্রার দিকে । বলল , দেখ । দেখে বলো কোনটা চলবে । তন্দ্রা হাসল , বলল , তোমায় তো বললাম সমীরদা , আমার শুধু চা । সমীর বলল , হ্যাঁ তা শুনেছি তখন । দাও এদিকে , আমিই দেখি । তারপর নিজে দেখে অর্ডার দিল সমীর । ফিশ কবিরাজি আর হার্ড টোস্ট , দুই জায়গায় । তারপর মেনু কার্ড ফিরিয়ে দিতে দিতে বলল , দুটোই একসাথে দেবেন । একটু ভাল করে করবেন কিন্তু । বেয়ারা ঘাড় নাড়িয়ে সম্মতি জানাল । তারপর কেবিনের পর্দা টেনে দিতে দিতে বলল , একটু দেরি হবে কিন্তু । সমীর বলল , তা হোক । বেয়ারা চলে গেল । যাওয়ার সময় আরো টান টান করে দিয়ে গেল পর্দাটা ।
                                  
সমীরের চোখ যখন সেখান থেকে সরে এসে তন্দ্রার মুখের উপর , তখন দেখল তন্দ্রা হাসছে । হালকা একটা হাসির ছোপ পড়ল সমীরের ঠোঁটে । ভ্রূ কুঁচকে জিজ্ঞেস করল , হাসছ যে ? । তন্দ্রা বলল , আমার অনুমান খুব একটা ভুল হয় না দেখলাম । দেখলে তো আমি ঠিকই ধরেছিলাম , পর্দা টেনে কেমন ঢেকে দিয়ে গেল । কি , তাইতো ? 
                                   লজ্জা পাওয়া মুখে সমীর বলল ,বাদ দাওতো , বলো কী বলছিলে তখন ? । তন্দ্রা বলল , আমি কেন ? বলবে তো তুমি । তখন বললে না কী একটা কথা তুমি অনেক দিন ধরে বলব বলব করছ । এখন বলে ফেল , এইতো প্রকৃষ্ট সময় । অলমোস্ট নির্জন রেস্টুরেন্ট , কেবিন পর্দায় ঢাকা । কি সমীরদা , আমার অনুমান ঠিক আছে তো ? তোমার এতদিনের অপেক্ষা এবার শেষ করে ফেলো ।
                                
লজ্জায় লাল হয়ে গেল সমীরের চোখমুখ । দিশাহারা মনে হতে থাকল তার নিজেকে , সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এলে যেমন হয় । না ঠিক তাও নয় , সম্ভাব্য যে প্রশ্নের উত্তর মনের মধ্যে তৈরি আছে , সে প্রশ্নের সমস্ত উত্তর বলে দিয়েও যদি আবার সেই প্রশ্নই করা হয় , তাহলে যেমন ভেবে পাওয়া যায় না আর কী বলার থাকতে পারে , অনেকটা সেই রকম ।
                               
তার এই বিপর্যস্ত অবস্থা দেখে তন্দ্রা জিজ্ঞেস করল তোমার যে কেন এত দ্বিধা বুঝতে পারি না । কত কেউ  তো বলে গেল এ যাবৎ , কম শুনলাম নাকি সে কথা । কান ঝালাপালা হয়ে গেছে শুনতে শুনতে । বুঝতে পারি না ওই কণ্ঠস্বরের ভিড়ে সেই চেনা কণ্ঠস্বরটা আছে কিনা যার জন্যে কান পেতে আছি । খুঁজে পাই না কিছুতেই । অথচ নিয়ত সবাই বলে চলেছে , ভালবাসি , ভালবাসি , ভালবাসি । দুদিন আলাপ হতে না হতেই , কথাবার্তায় একটু সহজ হতে না হতেই ওই এক কথা , ভালবাসি । গলাটা তখন এমন গম্ভীর হয়ে যায় আর কথায় তখন এমন বিষাদের সুর থাকে যে মনে হয় যেন মা বাবার মৃত্যুর খবর শোনাচ্ছে । শুনলে নিজের মনটাও যেন কেমন নরম হয়ে যায় , কোলে টেনে নিয়ে আদর করতে ইচ্ছে করে । জিজ্ঞেস করতে ইচ্ছে  করে , আহা বাছা রে এত দুঃখ কীসের তোর ? ভালবাসতে ইচ্ছে করেছে ? তা বাসবি, কে বাধা দিচ্ছে তোকে ! শুধু হঠাৎ করে কোনোদিন বলতে আসিস না যেন যে মা তোর হাতের বালা আর  ব্লাউজের মাপ জানতে চাইছে । কখনো কখনো রাগের মাথায় জিজ্ঞেস করে বসেছি , খোকা জীবনে আর কাকে কাকে ভালবেসেছ এর আগে । কেউ কেউ হতভম্ব হয়ে মুখের দিকে তাকিয়ে থেকেছ । তখন জিজ্ঞেস করেছি , ওহ্ , আমাকে দেখেই ইচ্ছেটা প্রথম জাগলো নাকি? কথার কোনো জবাব নেই দেখে যখন হো হো করে হেসে উঠলাম , তখন বোধহয় খোকার মেল ইগোতে লাগল । বলল , আমি কিন্তু কোনো অশিষ্ট আচরণ করিনি তোমার সাথে , তুমি অকারণে হেক্‌ল করছ আমাকে । তোমার আপত্তি থাকতেই পারে , কেউ তো আর জবরদস্তি করতে যাচ্ছে না । আমি বললাম , ওহ্ , রাগ হল বুঝি ? আমাকে যে হেক্‌ল হতে হচ্ছে , সেটা খেয়াল করেছ ?
                        
ছেলেটা যেন আকাশ থেকে পড়ল । হেক্‌ল করলাম তোমাকে ? আমি ? । আশ্চর্য তো ! কী বললাম তোমাকে ?
-- ভালবাসার প্রস্তাব করলে তো? করোনি ? 
--
হ্যাঁ, তা করেছি । তোমাকে ভাল লেগেছিল , তাই  জানিয়েছি সে কথা । এতে অন্যায়  কোথায় ? তোমার সাথে পরিচয় আছে , বন্ধুত্ব আছে , অনেক রকম গল্প , আলোচনা হয়েছে এ যাবৎ । একটা সহজ সম্পর্ক আছে বলে এত স্পষ্ট করে বলতে পেরেছি । এতে অন্যায় কোথায় ? এতে তোমায় হেক্‌ল করা হল কেমন করে ? 
--
নয় হেক্‌ল করাএতটা সহজ সম্পর্ক নিশ্চয় আরো অনেকের সাথে তৈরি হয়েছে, অনেক ছেলে বন্ধুদের সাথে ? তাদের কাউকে কি এমন কায়দা করে কখনো বলতে গিয়েছ , " ভালবাসি " । জানি , বলোনি কখনো। কারণ তারা ছেলে , তাদের নিয়ে কোনো বিশেষ সম্পর্কের কথা ভাবা যায় না । আমায় শুনতে হল কারণ আমি মেয়ে । আমি মেয়ে বলে একের পর এক ছেলেরা এসে ইনডাইরেক্টলি তাদের সেই বিশেষ ইচ্ছের কথা শুনিয়ে যাবে আর আমাকে কিনা বিনা রাগে হাসিমুখে শুনতে হবে সেগুলো ? সেটা হেক্‌লড হওয়া নয় ? । তখন থামল ছেলেটা । তারপর "ঠিক আছে , আসছি " বলে যখন চলে যাচ্ছে , তখন পিছন ডেকে বললাম , শোনো , কাল থেকে কথা বন্ধ করে দেবে এমন যেন না হয় । দেখা হলে মুখ ঘুরিয়ে চলে গেলে না-চেনার ভান করে , এমন দেখলে কিন্তু সব ফাঁস করে দেব , বুঝলে । এতক্ষণ পর প্রথম হাসল ছেলেটা । বলল , না , না , তা হবে না কখনো ।
                               
একমনে শুনছিল সমীর । এতক্ষণে তার লজ্জা পাওয়ার ভাব কেটে গেছে অনেকটাই । জিজ্ঞেস করল " তোমাদের ইয়ারের ? 
--
কে ? ছেলেটা ? 
--
হ্যাঁ , তা না হলে আর কার কথা বলব ? 
--
বুঝেছি , কিন্তু তা যে বলতে পারব না সমীরদা । অলিখিত চুক্তি আছে যে , কাউকে জানাব না ।
--
ওহ্ ।
                               
ঠিক এই সময় কেবিনের পর্দা সরে গেল । চোখ সরে গেল দুজনেরই সেই দিকে । বেয়ারার হাতে ট্রে । তার উপর কয়েকখানা প্লেট । ধোঁয়া উঠছে প্লেট থেকে । প্লেটগুলো এক এক করে নামিয়ে দেওয়া হল টেবিলের উপর । সমীর আর তন্দ্রার আলাপচারিতায় সামান্য বিরতি তখন । বেয়ারা তখনো কেবিনের মধ্যে প্লেট সাজাচ্ছে , তারই সামনে স্যালাডের প্লেটটা টেনে নিয়ে কচ কচ করে পেঁয়াজ চিবোতে লাগল তন্দ্রা । সমীর ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল , আরে , খাবার ফেলে স্যালাড চিবোচ্ছে যে ! স্যালাড এত ভালবাসো ? 
--
স্যালাড না, পেঁয়াজ ।
বলেই বেয়ারাকে বলল, ভাই একটু রসুন এনে দিতে পারবে? এক কোয়া হলেই হবে । আর একটা কাচালঙ্কা । বেয়ারা বলল , " রসুন কোথায় পাব ? স্যালাডে রসুন থাকে না । লঙ্কা চাইলে আরো এনে দিচ্ছি "।  কিন্তু তন্দ্রার নাছোড় আবদার । বলল , দাও না ভাই এনে , রসুন না হলে আমি খেতে পারি না । কিচেনে গেলে পাবে । এত কিছু প্রিপারেশন হচ্ছে , রসুন না থেকে পারে ? । বেয়ারা বলল , ঠিক আছে দেখছি , রান্নার জন্যে আনা রসুন ওরা দেয় কিনা । তন্দ্রা বলল , ঠিক আছে আমি এক্সট্রা পেমেন্ট করছি তার জন্য । অন্য রেস্টুরেন্টে তো চাইলে দেয় ।
                             
অবাক হয়ে দেখছিল সমীর । বেয়ারা চলে যাওয়ার পর হাসতে হাসতে বলল , এমন তো দেখিনি কখনো , রসুনের জন্য কাউকে এমন বায়না ধরতে ! রসুন আবার কেউ শখ করে খায় নাকি ? মুখে গন্ধ হয় , আশেপাশে কেউ বসতে পারে না ।
                             
তন্দ্রাও হাসল। বলল , ঠিক বলেছ সমীরদা , বিশ্রী গন্ধ হয় মুখে , অনেকক্ষণ পর্যন্ত যায় না । নিরুপায় হয়ে খাওয়া , এখন অভ্যাস হয়ে গিয়েছে ।
--
নিরুপায় হয়ে কেন ? ডাক্তার বলেছে ? 
'--
না , না , একটা বিদেশি ম্যাগাজিনে পড়েছি । সেই থেকে খাচ্ছি ।
--
রসুনের তো উপকারিতা আছেই । সে তো আমরা এমনিই জানি , তার জন্য বিদেশি ম্যাগাজিন পড়তে হবে কেন ? সেখানে কি আর কোনো উপকারিতার কথা লিখেছে ?
--
হ্যাঁ , লিখেছে । কিন্তু তা তেমন বলবার মত নয় ।
--
তবু শুনিই না কী লিখেছে ।
--
লিখেছে ওর গন্ধের কথা আর সেই গন্ধ কেমন কাজ দেয় ।
--
যেমন ? 
--
লিখেছে হলিউডের কিছু নাক উঁচু হিরোইনরা নাকি অভিনয়ের সময় সেটে ঢুকবার আগে খুব করে পেঁয়াজ আর রসুন চিবিয়ে নেয় , যাতে চুম্বন দৃশ্যে হিরোরা অকারণে বেশি সময় ঠোঁটের উপর ঠোঁট ঠেকিয়ে রাখতে না পারে , যাতে ছিটকে সরে যায় । ভেবে দেখলাম প্রোটেকশন মেজার হিসাবে ব্যাপারটা খারাপ নয়। সাধারণ মেয়েরাও তা করতে পারে যদি কখনো বোঝে তেমন আশঙ্কা আছে ।
                           
শেষের কথাটা শোনা মাত্রই মুখটা কালো হয়ে গেল সমীরের । উঠে দাঁড়িয়ে পড়ল সে । একটু এগিয়ে গিয়ে এক টানে পর্দাটা সরিয়ে দিল । অমনি যেন বাইরের আলোর সাথে বাইরের সব কিছু কেবিনের মধ্যে ঢুকে পড়ল । খদ্দের কেউ নেই , কেবল একজন দূরে এক কোনে মাথা নিচু করে বসে চা খাচ্ছে । চা , শুধুই চা । সমীর বলল , কাউকে তো দেখছি না বাইরে । সে ছেলেটা রসুন খুঁজতে দেশান্তরী হল নাকি ? খেয়ে নাও , খেয়ে নাও , কতক্ষণ আর বসে থাকবে ? রসুন নিয়ে সে আর আসবে না ।
                            
হাতে তখন ছুরি আর কাঁটা চামচ ধরল তন্দ্রা । তারপর মুখ তুলে সমীরের চোখের উপর চোখ রেখে বলল , কী যেন বলবে বলছিলে ? কই , সেই কথাটাই তো বললে না এখনও ।
--
আর কী বলব , তোমার কি আর কোনো কথা জানতে বাকি আছে নাকি ? অনুমানে তো তুমি সব কথাই ঠিক ঠিক জেনে যাও। তখন তো বললেই যে আমার কথাই নাকি আমি আগেই সব বলে দিয়েছি , তুমি শুনতে পেয়েছ । শুধু সন্দেহ নিরসনের বাকি ছিল যে ঠিক শুনেছ কিনা । এখন মনে হয় সে সন্দেহ নিরসন হতে বাকি নেই ।
--
বাকি থাকবে না কেন ? তোমার মুখ থেকে না-শোনা পর্যন্ত বাকি তো থাকবেই । 
                          
শুনে কেবল হাসল সমীর , ধনুকের মতন বাঁকা সেই হাসি । তন্দ্রা বলল , হাসছ যে ? সমীর বলল , হাসছি তোমার অনুমানের আলস্য দেখে । মাথা খাটাও , দেখবে যে বলার আর বাকি নেই । যা বলার সব বলে দিয়েছি । এই প্রথম তন্দ্রাকে গম্ভীর দেখাল । সমীর বলল , একটু বসো তো , বাইরে গিয়ে দেখে আসি ছেলেটা গেল কোথায় , এক কোয়া রসুন এখনও জোটাতে পারল না । তন্দ্রা বলল , থাক , লাগবে না ।
--
না না , তা হয় নাকি ? বড় মুখ করে বললে , আর আমি কিনা এক কোয়া রসুনের ব্যবস্থা করতে পারব না তোমার জন্য ? এখানে না পাই , বাইরে কোনো দোকানে তো পাব ।