কবিতা - পিয়ালী বসু

অসুখ
পিয়ালী বসু


পায়ের পাতা গোড়ালি ছাড়িয়ে
আস্তে আস্তে সে জায়গা করে নিচ্ছে কানের লতিতে
বুকের গোপন খাঁজে, চিবুকে
বেগম আখতারের গানের সঙ্গে সঙ্গে
সেও ছড়াচ্ছে শিরা উপশিরায় ...

ঐতিহাসিক এই অসুখের মাঝেই
জমে আছে শত মৃত্যু !!


7 মতামত: