কবিতা - বাবিন গাঙ্গুলি

সাধারন
বাবিন গাঙ্গুলি


মিথ্যের রথ চড়ে ঘুরে বেড়াই এই শহরে
মুক্তির তলাশে
মিথ্যে জীবন, প্রেম, মিথ্যের ভুমিকা নিয়ে বেঁচে থাকা
যৌবন উল্লাসে।
আমি আর আমাতে চলে সংঘাত।

যখন স্বপ্নরা দলছুট হয়
সত্যের হাত ধরে জীবন যৌবন।

দরজার ভিতরে দরজায় পথ হারায় ইচ্ছেগুলো
ভেঙে চুরমার অলীক কল্পনা।

তখন... মন খুলে দেখি
এ সত্য জানতে চাওয়া – এক আছিলা।
একটা স্বপ্ন দেখতে চাই রঞ্জনা
তুমি কি দেখাবে ?
আমি আর সাধারন থাকব না।


1 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল১৯ মে, ২০১৫ এ ৯:২৪ PM

    সুন্দর স্বপ্ন সন্ধান
    বাবিন ।
    ভাল লাগল ।

    উত্তরমুছুন