কবিতা - অরূপ দাস

খেলা
অরূপ দাস


প্রগাঢ় অন্ধকারে অন্তহীন খেলা ,
কালের সন্ধ্যায় ভেজা মাটির সঙ্গে
নগ্ন শরীরের আলিঙ্গন
আঁধারের ঘেরাটোপে সরীসৃ্পের আস্ফালন
বড়ই অদ্ভুত |
আকর্ষণ-আলিঙ্গন-আস্বাদন
অন্ধকারটা আদিমতাকেও ছাড়িয়ে যাচ্ছে |
সময়ের নিষেধ তুচ্ছ,
তুচ্ছার্থে যাওয়া-আসা আসা-যাওয়া
এবং ......
অন্তস্থল থেকে অন্তস্থলে |
সরীসৃ্পের ধারালো আক্রমণ
অগুন্তি জোনাকিগুচ্ছকে ছিঁড়ে ফেলে|
টিপটিপ করে ঝরে পড়ে আলো |
আলোর রোশনাইটা খুবই ক্ষণস্থায়ী
তবু তাকে স্বাগত জানায় কতগুলো চারপেয়ে|
কীসের অজান্তিক গন্ধে
লকলকে জিভটা আরও লোভনীয় হয়ে উঠছে|
অন্ধকারের তৃষ্ণা আরও গভীর থেকে গভীরে......সঙ্গমস্থলে|
সময় শেষ-রাত শেষ-অন্ধকার শেষ
ভোরের অস্ফুট আলোয়
দুটি পরিত্যক্ত খোলস ||


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন