চুলের যত্ন
মিলি মুখার্জি
আমাদের প্রত্যেকের নিয়ম করে চুলের যত্ন নেওয়া উচিৎ। আমরা প্রায় প্রত্যেকে কমবেশি চুল পড়া আর চুলের রুক্ষতার সমস্যায় ভুগি।
নিয়ম করে সপ্তাহে ৩ দিন মাথায় নারকেল তেল ম্যাসাজ করুন। তেল হালকা গরম করে নিয়ে প্রথমে চুল ভাগ ভাগ করে স্কাল্পে এ লাগান, তারপর লেন্থ-এ লাগান। এর পরে হালকা হাতে ম্যাসাজ করুন ১০ – ১৫ মিনিট। তারপর গরম জল করে টাওয়েল ভিজিয়ে মাথায় হট স্টিম দিন ১০ মিনিট। আধ ঘন্টা বাদে হালকা কোন শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন।
১) যাদের চুল বেশি পড়ে যাচ্ছে তারা নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে একই পদ্ধতিতে লাগান।
২) চুল সফট করতে চার চামচ টক দই, দুটো ডিমের কুসুম, এক চামচ নারকেল তেল, দুটো ভিটামিন-E ক্যাপসুল একসাথে মিশিয়ে মাথায় ভাল করে লাগিয়ে রাখুন। ৪৫ মিনিটের পরে হালকা শ্যাম্পু করে নিন।
৩)আপনি নিজের চুল যদি সফট, সিল্কি, শাইনিং করতে চান তাহলে মাথায় শ্যাম্পু করার পর চুল ভাল করে ধুয়ে নিন চায়ের লিকারের সাথে পাতিলেবুর রস মিশিয়ে তা দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
২-৩ মাস পদ্ধতি গুলো মেনে চলুন। অবশ্যই ভাল ফল পাবেন।
আমাদের প্রত্যেকের নিয়ম করে চুলের যত্ন নেওয়া উচিৎ। আমরা প্রায় প্রত্যেকে কমবেশি চুল পড়া আর চুলের রুক্ষতার সমস্যায় ভুগি।
নিয়ম করে সপ্তাহে ৩ দিন মাথায় নারকেল তেল ম্যাসাজ করুন। তেল হালকা গরম করে নিয়ে প্রথমে চুল ভাগ ভাগ করে স্কাল্পে এ লাগান, তারপর লেন্থ-এ লাগান। এর পরে হালকা হাতে ম্যাসাজ করুন ১০ – ১৫ মিনিট। তারপর গরম জল করে টাওয়েল ভিজিয়ে মাথায় হট স্টিম দিন ১০ মিনিট। আধ ঘন্টা বাদে হালকা কোন শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন।
১) যাদের চুল বেশি পড়ে যাচ্ছে তারা নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে একই পদ্ধতিতে লাগান।
২) চুল সফট করতে চার চামচ টক দই, দুটো ডিমের কুসুম, এক চামচ নারকেল তেল, দুটো ভিটামিন-E ক্যাপসুল একসাথে মিশিয়ে মাথায় ভাল করে লাগিয়ে রাখুন। ৪৫ মিনিটের পরে হালকা শ্যাম্পু করে নিন।
৩)আপনি নিজের চুল যদি সফট, সিল্কি, শাইনিং করতে চান তাহলে মাথায় শ্যাম্পু করার পর চুল ভাল করে ধুয়ে নিন চায়ের লিকারের সাথে পাতিলেবুর রস মিশিয়ে তা দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
২-৩ মাস পদ্ধতি গুলো মেনে চলুন। অবশ্যই ভাল ফল পাবেন।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন