কবিতা - সৌভিক দে (শুভ)

ছোট্ট একটি ছাদ
সৌভিক দে (শুভ)



ছোট থেকেই দেখেছি
মেয়েদের বড় অভাব,
খাওয়া – দাওয়ার নয়
গায়ের গয়নারও নয়,
শুধু মাথার ছাদের।
তাই, মেয়েকে গয়না দিওনা,
দিও মাথার ছাদ
ছোট্ট একটি ছাদ।।

ছোট বেলায় দেখেছি
মাসতুতো দিদির বিয়ে,
গা ভরতি গয়না গায়ে
চলেছে শ্বশুর বাড়ি,
আজ আর সেই ছাদ নেই।
তাই, মেয়েকে গয়না দিওনা,
দিও মাথার ছাদ
ছোট্ট একটি ছাদ।।

বছর কুড়ি কেটেছে
বাপ – মায়ের সাথে,
আর পঁয়তাল্লিশটা বছর কাটলো
তেনার সাথে,
আজ ছেলের আশ্রয়।
তাই, মেয়েকে গয়না দিওনা,
দিও মাথার ছাদ
ছোট্ট একটি ছাদ।।

আমরা চাকরি করি না
করি তার চেয়েও বড় কাজ,
সংসার গড়ে তোলার কাজ
সত্যি কি পেরেছি তা?
আজও জানিনা।
তাই, মেয়েকে গয়না দিওনা,
দিও মাথার ছাদ
ছোট্ট একটি ছাদ।।

আমরা মেয়েরা আজও অবহেলিত
কখনো বাপের ঘরে,
কখনো বা স্বামীর সংসারে,
শেষ নিশ্বাসের জন্য চাই
মাথার উপর ছাদ।
তাই, মেয়েকে গয়না দিওনা,
দিও মাথার ছাদ
ছোট্ট একটি ছাদ।।


1 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল১৯ মে, ২০১৫ এ ৮:৫৯ PM

    বহুদিন এমন সরল স্বচ্ছ কবিতা পড়ি নি ,শুভ
    বড়ো ভাল লাগল

    উত্তরমুছুন