জন্ম নেব বাউলের ঘরে
ভাস্কর রায়
ভাস্কর রায়
আরও একবার জন্ম যদি হয়ে
এই ভবের সংসারে
ইচ্ছা করে জন্মাই যেন
কোনও এক বাউলের ঘরে ।।
বাউল হয়ে গান শোনাবো
বাউল গানে মন ভরাবো
তুলসী মালা গলে দিয়ে
কেন্দুলি মেলাতে গিয়ে
গান শুনিয়ে মন মাতাবো
বাউল গানের সুরে
ইচ্ছা করে থাকবো আমি
কোন এক বাউলের ঘরে ।।
গান গাইবো আর সুর বাঁধবো
বাউল বসন পরে
সুরে তালে মন রাঙাবো
একতারাটি হাতে ।।
জাত জানি না পাত মানি না
আমি জাতের বিচার করি না
জাত পাতের মিলন হবে
বাউল গানের সুরে ।।
ভবের হাটে থাকবো আমি
ওগো ভবের হাটে থাকবো আমি
একতারাকে সঙ্গী করে
ইচ্ছা করে জন্ম নেবো
কোন এক বাউলের ঘরে ।।
Chomotkar matir sur
উত্তরমুছুনসুন্দর লিরিক ! ভাস্কর রায়
উত্তরমুছুন