ভাগ্যের পরিহাস
প্রদীপ বসু
মাঘের শেষে , আজকেও শুক্রবার... সেদিনও শুক্র কিংবা শনিবার ছিল ,
তুমি এলে খোলা চুলে, লম্বা স্কার্ট পরে, সঙ্গে তোমার সীমাদিও ছিল ...
খাবারের পর দুপুরে হঠাৎ ধরলে বায়না, আমাকে শুতে হবেই তোমার পাশেই......
আমারও দিভাই ছিল আমারই সাথে, লজ্জামাখা ভয়ে আমার বুক কেঁপে ছিল......
না জানি কোন এক অজানা আশঙ্কায়, বুকের ভিতর হাঁপর টানলেও ......আমরা
শুলাম জানালার ধারে , আধো-আলো ছায়াতে, দিভাইরা শুল খাটের অন্য প্রান্তে ,
মাঝখানে পাশবালিশটা গড়েছিল দুর্ভেদ প্রাচীর । ওদের গল্পের শেষ নেই ,
বহু দিনের না দেখা বন্ধুত্তের সীমাহীন আলাপন, বদ্ধ মুষ্টিতে,
এক নিমেষে টেনে নিলে , তোমারি বাহুলগ্নে , একান্তে......
তপ্ত নিঃশ্বাস পড়ছিল আমার কপালে , ঠোঁটে ,মুখে , অধরে ...
মনে হল একটা নিশ্চিন্ত নির্ভর করা আশ্রয় খুঁজে পেলে , এতদিনে ......
আমারই ওঠানামা বুকের ভিতরে , নিশ্চুপ সায় আমারও ছিল......
তাই আলতো করে উষ্ণ চুম্বন রেখা ছুঁয়ে দিলাম তোমার কপালে ,
আর তখনই মন দেওয়া নেওয়া খানিকটা এগিয়ে রইল আগামী দিনের ,
চৈত্র শেষে বৈশাখ , ভাবছিলাম একটা কার্ড দেবো তোমাকে ,
গোধূলি বেলায় বিদীর্ণ করা আওয়াজ তুলে একটা ট্রাক এসে দাঁড়ালো , তোমাদের দরজায় ,
শুনলাম তোমরা চলে যাচ্ছ , এ-পারা ছেড়ে অনেক দূরে , বহু দূরে......
ট্রান্সফারের চাকরি তোমার বাবার , আর কোন কথাও হল না তেমন করে...... সময়ই নেই ,
বেরিয়ে এল বুকফাটা নীরব কান্না আর একরাশ দীর্ঘশ্বাস ,
সরল দুটো মনকে পিশে মারল একটাই বদলির চাকরি , ট্রান্সফার ।
মুছে গেল মাঘের শেষের সেই দুপুরের যতো আশ , নিশ্চিন্ত নির্ভরের আশ্রয় ,
আজও চেয়ে থাকি চলে যাওয়ার পথের বাঁকে , সবটাই কি ছিল
ভাগ্যের পরিহাস ...।।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন