লুকোচুরি
তনুশ্রী চক্রবর্তী
পাহাড়পুরের একমুঠো মেঘ সাজিয়ে রাখি তাকে ,
লুকিয়ে খেলা ‘ টুকি টুকি ’ কাজের ফাঁকে ফাঁকে –
হারিয়ে যাবো মেঘের সাথে , হারিয়ে যাবে মন
খুঁজবে তখন মেঘ বাহাদুর ? ‘কোথায় রে তুই? শোন’
হারিয়ে গেছি অন্তরালে , নাও না আমায় খুঁজে ;
‘দাও না সাড়া, তবেই না সই দিকটি নেবো বুঝে –’
চুপি চুপি আড়াল থেকে হাসবো মনে মনে
‘কোথায় গেলে , খুঁজবো কোথায় ! কৃষ্ণচূড়া বনে ?’
আসবে কাছে যেই না তুমি পরবো মেঘের শাড়ি ;
মুখ ফিরিয়ে আকাশপানে করবে না তো আড়ি ?
ভাঙতে আবেশ বৃষ্টি হয়ে ঝরবো রিমঝিম
তাল মেলাবে চিন্তামণি মাদল দ্রিমদ্রিম ।
সিক্ত হবে এমন ধারা ভাববে এলো নেমে,
চোখ খুলবে যেইনা তুমি নৃত্য যাবে থেমে ।
এমন সময় মেঘবালিকা বলবে কাছে এসে,
‘আর কোনদিন মেঘের মিনার দেবে ভালবেসে ?’