কবিতা - ঊষসী ভট্টাচার্য

মেঘ – বৃষ্টি কথা ( কত্ত..কথা??)
ঊষসী ভট্টাচার্য



মেয়েটির নাম, বৃষ্টি
ছেলেটির নাম, মেঘ
হাসতে ছিল, ভাসতে ছিল
দু’এক পশলা আবেগ ।

বৃষ্টি থামার পরের গল্প
সবারই তো জানা
উঁকিঝুকি দিচ্ছে যে মেঘ
বৃষ্টি কথা, কেউ বলছেনা

মেঘের সাথে ঝগড়াঝাটি
রাত্তিরেতে এক
হঠাৎ করে ঝাপটে বলে,
‘আমার দিকে তাকিয়ে দেখ’

দেখবে বলে, চোখ বুঝেছে
মন দিয়েছে পাড়ি
একলা ঘরে মনে পড়ে
বৃষ্টি ভেজা শাড়ি

নীল শাড়িতে চোখ আটকে
ঠোঁট আঁকড়ে ঠোঁটে
বৃষ্টি নামের মেয়েটা শুধু
মেঘের দিকেই ছোটে

আগের পরের গল্প বলে
পাড়ার কত লোকে
নামটা শুধু ঠিক রটে যায়
ভুলটা পড়ে চোখে

মেয়েটির নাম বৃষ্টি
ছেলেটির নাম মেঘ
উড়তে থাকে, পুড়তে থাকে
এক পসলা আবেগ 


2 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৮ ফেব্রুয়ারী, ২০১৪ এ ১২:৪০ AM


    ঊষসী ভট্টাচার্যর 'মেঘ – বৃষ্টি কথা ( কত্ত..কথা??)' খুব লিরিক্যাল একটি কবিতা । আজকাল তথাকথিত আধুনিক কবিতার ভীড়ের বাইরে দাঁড়িয়ে এ কবিতা তার নিজের স্নিগ্ধ মননশীলতাকে উঁচুতে তুলে ধরে রাখে। ছন্দ,কল্পনা ও রূপকের এক মিষ্টি সমাপতন ঘটেছে কবিতাটিতে ! এমন কবিতা আরো চাই উষসীর কাছে ! পূর্নেন্দু পত্রীর এমনই কিছু অসাধারন কবিতার কথা মনে পড়াল এই কবিতাটি !

    উত্তরমুছুন
  2. অদ্ভুত সুন্দর !! মেঘ-বৃষ্টির রসায়নে নতুন সংযোজন। শুধু যদি, শেষ পংক্তিতে পসলার বদলে পশলা হত, তাহোলে সোনায় সোহাগার মত এক নিখুঁত রসায়নে জারিত কবিতা হত এটা !!

    উত্তরমুছুন