সুযোগসন্ধানী চোখ
ইন্দ্রাণী সরকার
সবই তো’ কথার কথা !
কিছু ভাবনা, কিছু লেখার বিষয়
এই নিয়েই কবিতার আলাপন |
কখনো উষ্ণতায় বরফ গলে,
কখনো মোমবাতি জ্বলে,
আসলে কোন কিছুই হয় না,
কিছুতেই কিছু যায় আসে না |
ট্যুরিস্ট জুতো মন্দিরের
কাছে এসে থমকে যায় |
দেবী প্রণামের অছিলায়
দেবী তামাসায় মন দেয় |
তাই পশমে আটকে কাঁটাফুলের মত
ছাড়াবার অপেক্ষায় থেকে যায় |
এই যেমন একটা বেশ জমিয়ে
লেখার বিষয় পাওয়া গেল,
তাই সুযোগসন্ধানী চোখ এই
সুযোগ হাতছাড়া হতে না দিল।
শেষ চারটি পঙক্তি তে কবিতা-শৈলী অনুপস্থিত থাকলেও লেখার ভাবনা টি এবং লেখার ধরণ দুটোই প্রশংসনীয়।
উত্তরমুছুন