বৃহন্নলার পাশে
অনুপম দাশশর্মা
এই যে আমি বসে আছি, খুব আয়েশে, হেলান দিয়ে
পাথর ঘাসে, কজন জানে সংগোপনে
চলছে খেলা চোদ্দ মাসে।
বছর জোড়া খর্ব পায়ে, গর্ব কি আর বলার মত
যেমন ধরো, বর্ষবরণ, উল্লাসে খায়
সীতাহরণ।
কয়েক হাজার জ্বালান মোম আর কিছুটা রক্ত আঁখি
গরম করা দুই চারটি,
ছড়ায় গড়ে পটকা বোম।
হাড় জ্বালান লুঙ্গি নাচে, ভবিষ্যতের কি যায় আসে,
বদলে যাওয়া হরেক রং-য়ে
দুর্ভাগ্য মুচকি হাসে।
নিজের হাতে বাড়তি দু'মাস, ঐখানে ঠিক লাভার চাষ।
নিচ্ছি বুকে ক্ষোভের বিষ
শব্দগুলো হোক মলমাস।
সন্ধ্যে ঘনায় বিকেল মরে, কোথাও দূরে দু'হাত জুড়ে
আধপেটা মা ফিরছে ঘরে।
লড়াই শেষ। শূণ্য আশা।
কারখানা চাল। বিড়াল ঘোরে।
এই যে আমি বসে আছি, খুব আয়েশে, হেলান দিয়ে
পাথর ঘাসে, কজন জানে সংগোপনে
চলছে খেলা চোদ্দ মাসে।
বছর জোড়া খর্ব পায়ে, গর্ব কি আর বলার মত
যেমন ধরো, বর্ষবরণ, উল্লাসে খায়
সীতাহরণ।
কয়েক হাজার জ্বালান মোম আর কিছুটা রক্ত আঁখি
গরম করা দুই চারটি,
ছড়ায় গড়ে পটকা বোম।
হাড় জ্বালান লুঙ্গি নাচে, ভবিষ্যতের কি যায় আসে,
বদলে যাওয়া হরেক রং-য়ে
দুর্ভাগ্য মুচকি হাসে।
নিজের হাতে বাড়তি দু'মাস, ঐখানে ঠিক লাভার চাষ।
নিচ্ছি বুকে ক্ষোভের বিষ
শব্দগুলো হোক মলমাস।
সন্ধ্যে ঘনায় বিকেল মরে, কোথাও দূরে দু'হাত জুড়ে
আধপেটা মা ফিরছে ঘরে।
লড়াই শেষ। শূণ্য আশা।
কারখানা চাল। বিড়াল ঘোরে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন