কবিতা - ইন্দ্রানী মুখার্জী

আমরা ক'জন
ইন্দ্রানী মুখার্জী



আমরা ক'জন বন্ধু আমরা মিল অমিলে ভরা,
মোদের তবু এক ঠাঁয়ে মিল আমরা পাগলপারা ।
আমরা মিলি যত শুক্কুর আর শনিবার রাত,
রবিবারটি আমরা সবাই হই বিছানায় কাত ।

যদিও আমরা সবাই আজ প্রাক-প্রৌঢ়ের দূত,
সবার চোখে আমরা যেন এক একটা ভূত ।
আমরা সবাই মনে মনে ভোরের গলা সাধা,
মোদের মন এক সুতোতে মুক্তোমালা গাঁথা ।

আমরা সবাই মনের ধনে হয়ে আছি ধনী,
আমরা সবাই পরস্পরের মন দিয়ে মন চিনি ।
গান গেয়ে দিন যায় কেটে যায় কত পূর্ণিমা রাত,
আমরা কখনো ছাড়ি না কেউ একে অন্যের হাত ।

আমরা সবাই মাঝে মাঝে করি মান-অভিমান,
সেই অভিমান ধুয়ে চলে যায় গাইলে রবির গান ।
আমরা যেন একটি ডালে একরাশ থোকা ফুল,
একে অন্যকে ছুঁয়ে থাকতে কখনো করি না ভুল ।

এখন মোদের সাদা চুলের হাসি মোদের গর্ব,
আমরা সবাই ভালোবাসি এই জীবনের নব পর্ব ।
এই ভাবেতেই আমরা ক'জন যাব চলে বহুদূর,
যেখানেতে পৌঁছবে না কোন গানের সুর ।

আমরা ক'জন এমনি করেই ঘুমের দেশে যাব,
আমরা ক'জন হারিয়ে গিয়ে স্মৃতির ছবি হব ! 



1 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৬ ফেব্রুয়ারী, ২০১৪ এ ৬:৩৪ PM

    ইন্দ্রানী মুখার্জীর 'আমরা ক'জন' কবিতাটিতে এক অনন্য অনুভূতির প্রকাশ দেখা যায়।
    ভারী সুন্দর ছন্দিল কবিতাটি সবার মন কাড়বেই এ কথা বলা যায় !

    উত্তরমুছুন