স্বীকারোক্তি
বেলাল হোসেন
ভালো কি শুধু তোমাকেই বাসতে হবে ?
তা কি হয় নাকি !
তুমিও কি পেরেছো শুধু আমাকেই বাসতে ভালো ?
না তুমি পেরেছো, না পেরেছি আমি।
তাহলে আর মিছে কেন এত খোঁচাখুঁচি ?
চল স্বীকার করি,
শুধু তুমি নও, শুধু আমি নই।
কবে, কাকে যে কার ভালো লেগে যায় !
সেটা কি জ্যামিতি, নাকি অ্যালজেব্রা ?
কি বলছো ? মূল্যবোধের অবক্ষয় ?
হবে হয়তো ! কাল যা ছিল নিন্দনীয়,
আজ যে সেটা আইনমাফিক।
দেখেছো কি তা খেয়াল করে ?
নারায়ণ রায় একটি অসাধারন চরিত্র এঁকেছেন তাঁর 'শ্রী কুঞ্জ বিহারী সিংহ' গল্পে। স্যাট্যায়ারের আদলে লেখা এই গল্পটির নাম-চরিত্র কিন্তু শেষ দিকে এসে নিজেকে উন্মোচিত করে ! মর্মস্পর্শী লেখাটি ক্ল্যাইমাক্সটুকু পাঠককে মুগ্ধ করবেই সব শেষে !
উত্তরমুছুনঅসাধারণ বেলাল হোসেন সাহেব ! অপুর্ব !! মন-প্রাণ ভরে গেল !!
উত্তরমুছুনOpurbya, Satyi Jana Nei "সেটা কি জ্যামিতি, নাকি অ্যালজেব্রা ?"
উত্তরমুছুন