কবিতার পৃথিবী
সুমন কুমার সাহু
যতই ছন্দে মধুর শব্দে
লিখে যাই অবিরত
তবুও কবি হইবনা জানি
কবিতাই থাক ওষ্ঠাগত।
ভবঘুরে হোক কিবা গৃহকোণ
ক্ষত্রিয় কবি মনে
খুলে যাই স্বপ্নের ভাঁজ টাই
কবিতার লেখনে ।
একটু স্বপ্নে একটু বক্ষে
ধক ধক চলমানতার সুর
গায়ের ঘামে গল্প মেশে
কবিতাই তত্দুর...।
যথেষ্ট ভালো কবিতা। ভালো লাগলো পড়তে।
উত্তরমুছুনKhub Khub Bhalo Laglo Eto Sundor Ekta Kobite Pore...........
উত্তরমুছুন