কবিতা - তন্ময় গুপ্ত


অবোধ
তন্ময় গুপ্ত

বহুদিনের স্বপ্ন আমার
         শক্ত একটা কবিতা লিখি,
         এমন এমন শব্দ দেবো
         বিনা অভিধানে পড়তো দেখি ?


[মুন্নি পড়ে আপন মনে]
         “ছোট খোকা বলে অ-আ
         শেখেনি সে কথা কওয়া”

এমন ছবি আঁকতে হবে
         সে ছবির জেনো থাকবে মানে
         বুঝবে যদিও শিল্পী শুধুই
         দেখবে সবাই প্রবল জ্ঞানে


[মুন্নি পড়ে আপন মনে]
         “হাঁস ছিল শজারু ব্যাকরণ মানিনা
         হয়ে গেল হাঁসজারু কেমনে তা জানিনা”

তাল লয় ফাঁক ছন্দ দ্বন্দ্ব,
         এমন একটা গাইবো গান
         রাতের আকাশে সূর্য ওঠাবো
         পাহাড়-পাতাল হবে সমান ।


[মুন্নি পড়ে আপন মনে]
         “লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না
         চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না”


2 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৮ ফেব্রুয়ারী, ২০১৪ এ ১২:৪৬ AM

    তন্ময় গুপ্তর 'অবোধ' কবিতাটি একটি অসাধারন স্যাটায়ার ! এই কবিতার গ্যূঢ়ার্থ সচেতন পাঠকেরা অনুধাবন করতে পারবেন আশা করি !

    উত্তরমুছুন