কবিতা - অনুপম দাশশর্মা



কথা
অনুপম দাশশর্মা

কথারা থাকে না যেখানে ইশারা সেখানে অভাবী
হঠাৎ যদি কোন মুহূর্তের হাত ধরে উঁকি মারে
কারো নজর তরী কেন তাঁকে বলবে না মেধাবী
একাকী অনুভূতি পর্দার আড়ালে এসে দাঁড়ালে?

নাই আসুক পাশে বসন্ত পাখি নিলাম না হয়
সামান্য ঝুঁকি তবু কি পারব না শীত শুষে নিতে
আঙুলে আঙুল জড়ান একটি স্ফুলিঙ্গ কী নয়
সামান্য বসন্তের দাগ রেখে যাব এ ধরণীতে।

না থাকুক কথা সব কথা কি থাকে ঠোঁটে গোছান
জড়িয়ে ধরলে শব্দেরা গতিহীন, চোখ চঞ্চল
কখন যেন সব প্রতিরোধ হঠাৎ গুটিয়ে আনো
অজস্র মেঘের শুষ্ক পালক ঢেকে ফেলে অঞ্চল

সাজান সব কথা লুকিয়ে আসেপাশে চেনো তাকে?
পারলে চিনে নিও হল্কাবিহীন এই মনটাকে।



2 মতামত: