নিরুত্তর সময়
গৌতম সেন
বললাম - আয়
দু-দন্ড বসে গল্প করি।
জীবন তাচ্ছিল্যের সুরে বলে –
কি মনে কর আমায়, তোমার ইয়ার-দোস্ত?
আমি নিছকই এক সঞ্চালক;
জীবন তাচ্ছিল্যের সুরে বলে –
কি মনে কর আমায়, তোমার ইয়ার-দোস্ত?
আমি নিছকই এক সঞ্চালক;
তোমায় সঙ্গে
নিয়ে চলি একান্ত এক দায়িত্ববোধে।
ব্যস্ আর
কিছু নয়।
সময়কে ডেকেছি বহুবার, পাশে এসে সঙ্গ দিতে।
ব্যস্ততার মাঝে তার দেখেছি উপেক্ষা, সাড়া মেলেনি
সময়কে ডেকেছি বহুবার, পাশে এসে সঙ্গ দিতে।
ব্যস্ততার মাঝে তার দেখেছি উপেক্ষা, সাড়া মেলেনি
আজও,
সেও নাকি কর্তব্যপালনে বদ্ধপরিকর -
চাকা ঘোরে দৈনন্দিন তার ইশারায়।
ব্যক্তিমানুষ তার চোখে
অপাংক্তেয়। অকিঞ্চন। ইতরজনা বিশেষ।
বুঝেছি বৃথা ওদের বন্ধু বলে ভাবা,
ওরা কাজ করে যায় উন্নাসিক ঢঙে।
জীবনপথে সময়ের পিছনে দৌড়
বন্ধ করে এখন আমি চাই এক স্তব্ধ শান্তি।
একা আছি। একা থাকি। একা বেঁচে থাকা।
বুঝবে তুমিও সারাৎসার - জীবনের কথকতা
অপেক্ষা সেদিনের।
সমমনস্কতার যুগলবন্দী এক মুক্ত হাওয়ায়
সব হিসেব নিকেশ তুচ্ছ করে
তৃপ্তমন নিজ তপোবনে যাপনের গান গাবে,
নিঃসঙ্গ জীবন, সময় সব হেরে যাবে।
সেও নাকি কর্তব্যপালনে বদ্ধপরিকর -
চাকা ঘোরে দৈনন্দিন তার ইশারায়।
ব্যক্তিমানুষ তার চোখে
অপাংক্তেয়। অকিঞ্চন। ইতরজনা বিশেষ।
বুঝেছি বৃথা ওদের বন্ধু বলে ভাবা,
ওরা কাজ করে যায় উন্নাসিক ঢঙে।
জীবনপথে সময়ের পিছনে দৌড়
বন্ধ করে এখন আমি চাই এক স্তব্ধ শান্তি।
একা আছি। একা থাকি। একা বেঁচে থাকা।
বুঝবে তুমিও সারাৎসার - জীবনের কথকতা
অপেক্ষা সেদিনের।
সমমনস্কতার যুগলবন্দী এক মুক্ত হাওয়ায়
সব হিসেব নিকেশ তুচ্ছ করে
তৃপ্তমন নিজ তপোবনে যাপনের গান গাবে,
নিঃসঙ্গ জীবন, সময় সব হেরে যাবে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন