সম্পাদকীয় : জুলাই ২০১৬
কি সুন্দর
নাম, রোয়ানু। শুনলেই মনে হয় এক আদুরি বিড়ালীর লোম লোম আলসে দুপুর। এই রোয়ানুর
জ্বালায় এবারের বর্ষা রাজ্যে ঢুকি ঢুকি করে টুকি টুকি খেলছে। অবশ্যি এই সংখ্যা যখন
আন্তর্জালে মুক্ত হবে, জানি না, সে সময়ের পরিস্থিতি কী হবে।
তবে ‘রোয়ানু’-র
মতো নানা দেশের দেওয়া নামগুলি বেশ ইন্টারেস্টিং। আবহাওয়া, পরিষ্কার করে বললে,
প্রকৃতিকে আজও কোনও দেশ-কাল-রাজনীতি-সমাজনীতির নিগড়ে আটকানো যায়নি, কোনও দিন যাবে
বলে মনে হয় না।
বরং মানুষের
উচিত প্রকৃতিকে পুজো করা, সম্মান করা, ভালোবাসা। কিন্তু সবই সেই কেতাবি কথা হয়েই
রয়ে যায়। আফশোস।
চিলেকোঠায়
চেষ্টা করা হয় প্রকৃতির বিভিন্ন খেয়ালের উদযাপন করার। তাই বসন্ত থেকে বর্ষা,
চিলেকোঠাই ভরসা।
আর ভরসা
থাকুক এই ওয়েবজিনেও।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন