সম্পাদকীয় - জানুয়ারী ২০১৬




চিলেকোঠা ওয়েবজিনের তরফে সকলকে ইংরাজি নতুন বছরের গোচ্ছা শুভেচ্ছা। প্রাণে থাকুন, মনে থাকুন, চিলেকোঠায় থাকুন।

নতুন বছরের সম্পাদকীয়তে আসুন একটু র‍্যাপিড ফায়ার খেলি। চটপট জবাব দেবেন আপনারাঃ

১) এই ওয়েবজিনের নিয়মিত পাঠক হিসেবে এই নতুন বছরে দশে কত নম্বর দেবেন একে?
২) লেখাগুলির গুণমান কেমন? ভালো না অ্যাভারেজ?
৩) লুক-ওয়াইজ, অর্থাৎ বহিরঙ্গে কেমন? সহজ না একটু জটিল? জানতে চাইছি, ইউজার-ফ্রেন্ডলি না টাফ?

আমাদের এই ওয়েবজিনকে সমৃদ্ধ ও আরও শানদার করবে আপনার ত্বরিত উত্তর।

কলকাতা বইমেলাতে চিলেকোঠা তার মুদ্রিত পত্রিকা নিয়ে উপস্থিত থাকবে। বইমেলার কোথায়, তা জানতে চোখ রাখুন চিলেকোঠায়... 


1 মতামত: