কবিতা - অনুপম দাশশর্মা

সাধ্যের
অনুপম দাশশর্মা


সাধ্যের সাথে কথা হলে সে শুধু মুচকি হাসে
জোরাজুরি করলে বড়জোর হাত নাড়ে আশ্বাসের
ওইটুকুই, বুঝে নিই সীমান্তের রেখাচিত্র
অনেকদিন পর হারমোনিয়াম নিয়ে বসলে
রিডগুলো খিলখিলিয়ে হেসে ওঠে
ধুলো উড়ে যায়, অনভ্যাসের কথা মনে করিয়ে

সূর্য বেপাড়ায় চলে গেলে নক্ষত্ররা একজোট হয়
মাটিতে তখন যে যার নিজস্ব স্পন্দন খুঁজে নেয়
যারা অন্ধকারে আলোকিত হয়..
তাদের কথা ভাবে কোন কোন
কলমের অনামিকা,
তাদের পৃথিবীর আকাশ স্বচ্ছ, কোন তান্ত্রিকের
বশীভূত নয়

অকাল বৃষ্টি হয়, ভিজে যায় বিষাদের ক্ষেত্রফল
একা একা দেয়ালে কান পাতি
প্রতিধ্বনিত হয়ে চলে সাধ্যের পরম্পরা
সেখানে ঠাঁই নেই অসম্ভবের সোনার পাথরবাটির!


1 মতামত: