এখনই
সৌম্য বন্দোপাধ্যায়
মুঠোফোনে বন্দী এখন গুলাম আলী ,
ক্যাসেট -রেকর্ড উধাও এখন বাজার থেকে ।
ডিস্কোথেকে ক্যাবারে নাচে নবযৌবন ,
রবিঠাকুর ফ্রেমের থেকে হাসতে থাকে ।।
উৎসবে আর অনুষ্ঠানে সুরের থেকে ,
সুরার সাথে অসুরদেরই বাড়াবাড়ি ।
রাস্তাভর্তি পানমশলার নোংরা থুতু,
শহরটাকে করছে নরক তাড়াতাড়ি ।।
বিলাস নিয়ে ব্যস্ত আছি আমরা যারা,
যাদের নজর নিত্যনূতন সামগ্রীতে ৷
পকেটকাটা যাচ্ছে তাদের সকাল বিকাল,
নতুন নতুন বিজ্ঞাপনের হাতছানিতে ৷৷
বাংলা এখন অপাংক্তেয় ভাষার দলে ,
‘সভ্য’ লোকে বাংরেজীতে কথাই যে কয় ।
বাংলা থেকে মস্তিষ্ক কিনে নিয়ে,
বিদেশ তাদের ডলারেতে মূল্য চোকায় ।।
শহর যতই ঢাকা পড়ুক ইট ও কাঠে ,
গ্রামগুলিই যে হাতছানি দেয় আগের মতন।
আইরি ক্ষেতের আড়ে আড়ে কুটিরগুলি ,
তারই সঙ্গে ভিজে নরম একখানি মন ।।
সৌম্য বন্দোপাধ্যায়
মুঠোফোনে বন্দী এখন গুলাম আলী ,
ক্যাসেট -রেকর্ড উধাও এখন বাজার থেকে ।
ডিস্কোথেকে ক্যাবারে নাচে নবযৌবন ,
রবিঠাকুর ফ্রেমের থেকে হাসতে থাকে ।।
উৎসবে আর অনুষ্ঠানে সুরের থেকে ,
সুরার সাথে অসুরদেরই বাড়াবাড়ি ।
রাস্তাভর্তি পানমশলার নোংরা থুতু,
শহরটাকে করছে নরক তাড়াতাড়ি ।।
বিলাস নিয়ে ব্যস্ত আছি আমরা যারা,
যাদের নজর নিত্যনূতন সামগ্রীতে ৷
পকেটকাটা যাচ্ছে তাদের সকাল বিকাল,
নতুন নতুন বিজ্ঞাপনের হাতছানিতে ৷৷
বাংলা এখন অপাংক্তেয় ভাষার দলে ,
‘সভ্য’ লোকে বাংরেজীতে কথাই যে কয় ।
বাংলা থেকে মস্তিষ্ক কিনে নিয়ে,
বিদেশ তাদের ডলারেতে মূল্য চোকায় ।।
শহর যতই ঢাকা পড়ুক ইট ও কাঠে ,
গ্রামগুলিই যে হাতছানি দেয় আগের মতন।
আইরি ক্ষেতের আড়ে আড়ে কুটিরগুলি ,
তারই সঙ্গে ভিজে নরম একখানি মন ।।
bah...opurbo
উত্তরমুছুন