কবিতা - সৌম্য বন্দোপাধ্যায়

 এখনই
 সৌম্য বন্দোপাধ্যায়


মুঠোফোনে বন্দী এখন গুলাম আলী ,
ক্যাসেট -রেকর্ড উধাও এখন বাজার থেকে
ডিস্কোথেকে ক্যাবারে নাচে নবযৌবন ,
রবিঠাকুর ফ্রেমের থেকে হাসতে থাকে ।।
উৎসবে আর অনুষ্ঠানে সুরের থেকে ,
সুরার সাথে অসুরদেরই বাড়াবাড়ি
রাস্তাভর্তি পানমশলার নোংরা থুতু,
শহরটাকে করছে নরক তাড়াতাড়ি ।।
বিলাস নিয়ে ব্যস্ত আছি আমরা যারা,
যাদের নজর নিত্যনূতন সামগ্রীতে
পকেটকাটা যাচ্ছে তাদের সকাল বিকাল,
নতুন নতুন বিজ্ঞাপনের হাতছানিতে ৷৷
বাংলা এখন অপাংক্তেয় ভাষার দলে ,
সভ্যলোকে বাংরেজীতে  কথাই যে কয়
বাংলা থেকে মস্তিষ্ক কিনে নিয়ে,
বিদেশ তাদের ডলারেতে মূল্য চোকায় ।।
শহর যতই ঢাকা পড়ুক ইট কাঠে ,
গ্রামগুলিই যে হাতছানি দেয় আগের মতন
আইরি ক্ষেতের আড়ে আড়ে কুটিরগুলি ,
তারই সঙ্গে ভিজে নরম একখানি মন ।।


1 মতামত: