কবিতা - দীপ দাস

মন
দীপ দাস

যা কিছু ঘটছে ভবে
মনে কি আসছে তবে!
গড়ে ওঠা মনোভাব
দূর করে সকল অভাব
দিতে চায় সুখ শান্তি সামর্থ
যাকে বলে অব্যর্থ
তবে কেন অসম্পূর্ণ
রয়ে যায় সকল বর্ণ
বেঁচে রয় দাঁতে দাঁত চিপে
শস্য শ্যামল দ্বীপে ?
মনে মনে হয় সকল অবক্ষয়
শেষ নেই তার শেষ নেই



1 মতামত: